- Bangla Movie Song -
নিথুয়া পাথারে | Nithua Pathare - Monpura Movie | Lyrics
নিথুয়া পাথারে
কণ্ঠ : ফজলুর রহমান বাবু
ছবি : মনপুরা (২০০৯)
নিথুয়া পাথারে নেমেছি বন্ধুরে
ধরো বন্ধু আমার কেহ নাই
তোল বন্ধু আমার কেহ নাই
চিকন ধুতিখানি পড়িতে না জানি
না জানি বান্ধিতে কেশ
অল্প বয়সে পীরিতি করিয়া
হয়ে গেল জীবনেরও শেষ
প্রেমেরও মুরলি বাজাতে নাহি জানি
না পারি বান্ধিতে সুর
নিথুয়া পাথারে নেমেছি বন্ধুরে
ধরো বন্ধু আমার কেহ নাই
তোল বন্ধু আমার কেহ নাই
কণ্ঠ : ফজলুর রহমান বাবু
ছবি : মনপুরা (২০০৯)
নিথুয়া পাথারে নেমেছি বন্ধুরে
ধরো বন্ধু আমার কেহ নাই
তোল বন্ধু আমার কেহ নাই
চিকন ধুতিখানি পড়িতে না জানি
না জানি বান্ধিতে কেশ
অল্প বয়সে পীরিতি করিয়া
হয়ে গেল জীবনেরও শেষ
প্রেমেরও মুরলি বাজাতে নাহি জানি
না পারি বান্ধিতে সুর
নিথুয়া পাথারে নেমেছি বন্ধুরে
ধরো বন্ধু আমার কেহ নাই
তোল বন্ধু আমার কেহ নাই
Post By: FarhaN Fahidur Rahim
0 মন্তব্য(গুলি)