Mixed Bangla Folk Song
ময়না ছলাৎ ছলাৎ চলে রে | Moyna Cholat Cholat Chole Re | Lyrics
ময়না ছলাৎ ছলাৎ চলে রে
পিছন পানে চায় না রে
মন ধুকপুক ধুকপুক করে রে
তর লাগি উতলা রে
শাল পিয়ালের বন থেইক্কা
ঐ জংলা নদীর পারেতে
তর সঙ্গ লই ঘুর ঘুর করুম
এই বাসনা প্রাণে
ময়না ছলাৎ ছলাৎ...
দূর দূর তোর ঐ মনটা লইয়া যাবো এ বাগানটায়
লাল-হলুদ ফুল দিয়া বুই বান্ধিবো খোঁপায়
সাধেরও পির্তিমা গইড়া রাখুম চোঁখের তারাটায়
রানী হইয়া রইবি মোর এই হু হু হু হু পরাণটায়
ছলাৎ ছলাৎ
ময়না ছলাৎ ছলাৎ চলে রে
পিছন পানে চায় না রে...
মন চায় তোরে রাখুম ধরে ঝাপট দিয়া হায়
চাঁন্দ-তারা তোর লাগি আনুম হুকুমটায়
সাধেরও পির্তিমা গইড়া রাখুম চোঁখের তারাটায়
রানী হইয়া রইবি মোর এই হু হু হু হু পরাণটায়
ছলাৎ ছলাৎ...
ময়না ছলাৎ ছলাৎ চলে রে
পিছন পানে চায় না রে...
Posted: Friday, February 17, 2017
পিছন পানে চায় না রে
মন ধুকপুক ধুকপুক করে রে
তর লাগি উতলা রে
শাল পিয়ালের বন থেইক্কা
ঐ জংলা নদীর পারেতে
তর সঙ্গ লই ঘুর ঘুর করুম
এই বাসনা প্রাণে
ময়না ছলাৎ ছলাৎ...
দূর দূর তোর ঐ মনটা লইয়া যাবো এ বাগানটায়
লাল-হলুদ ফুল দিয়া বুই বান্ধিবো খোঁপায়
সাধেরও পির্তিমা গইড়া রাখুম চোঁখের তারাটায়
রানী হইয়া রইবি মোর এই হু হু হু হু পরাণটায়
ছলাৎ ছলাৎ
ময়না ছলাৎ ছলাৎ চলে রে
পিছন পানে চায় না রে...
মন চায় তোরে রাখুম ধরে ঝাপট দিয়া হায়
চাঁন্দ-তারা তোর লাগি আনুম হুকুমটায়
সাধেরও পির্তিমা গইড়া রাখুম চোঁখের তারাটায়
রানী হইয়া রইবি মোর এই হু হু হু হু পরাণটায়
ছলাৎ ছলাৎ...
ময়না ছলাৎ ছলাৎ চলে রে
পিছন পানে চায় না রে...
Post By: FarhaN Fahidur Rahim
0 মন্তব্য(গুলি)