Mixed Mp3 Songs

মিথ্যা কথা | Mittha Kotha - Backstage | Lyrics

লিরিক্সঃ

আমার মাথা আবার ব্যথা
শুনছে না কেউ মনের কথা
সারারাত, ঘুম নেই
জেগে জেগে স্বপ্ন দেখি..

দেখলে হাসি তোমার ঠোঁটে
আমার মনে কি যে ঝড় ওঠে
তুমি জানোনা, বোঝোনা
একটু ফিরে দেখোনা..
তুমি আমাকে.. ভালোবেসে ফেলো নিরবে..
তুমি বললেই চাঁদটা এনে দেবো
তুমি চাইলেই সিগারেট ছেড়ে দেবো
আমাকে.. ভালোবেসে ফেলো নীরবে..
তুমি বললেই চাঁদটা এনে দেবো
তুমি চাইলেই সিগারেট ছেড়ে দেবো
রোজ বিকেলে ঘুরতে যাবো দুজনেই..

সময়টা যেন কাটতে চায়না
বলি বলি করে বলা হয়না
ভালোবাসি, তোমাকে, চেষ্টা করেও যায় না বলা..
তোমার চুলের হাওয়ার দোলায়
আমার মনটা আত্মভোলা
আমি জানিনা, বুঝিনা
এমন কেন হচ্ছে আমার..
আমাকে.. ভালোবেসে ফেলো গোপনে
তুমি বললেই গান গাওয়া ছেড়ে দেবো
ডিএসএলআর ক্যামেরা ধার নেবো
আমাকে.. ভালোবেসে ফেলো গোপনে
তুমি চাইলেই ভোরবেলা ভাত খাবো
মিথ্যা বলা একদম ছেড়ে দেবো
ঘুরতে গিয়ে ফুঁচকা খাবো দুজনে..

আমাকে.. ভালোবেসে ফেলো গোপনে
তুমি বললেই হেডফোন ফেলে দেবো
ক্ল্যাশ অফ ক্ল্যান খেলা ফুল বন্ধ!
ডনাল্ড ট্রাম্পকে হোয়াইট হাউজ থেকে বের করে দিবো
সংসদ ভবন ভেঙে ফেলবো
তাজমহল, তোমার বাসার সামনে বানাবো
মাঝরাতে গোলাপ ডেলিভারী দিবো
বেলুনে কবিতা লিখে পাঠাবো..

Posted: Sunday, February 19, 2017
Post By: FarhaN Fahidur Rahim

Related Song Lyrics

0 মন্তব্য(গুলি)