Mixed Mp3 Songs
Tomari Jonno Hridoy Oronne Jhore Shudhu Ojhor Srabon | Lyrics
নীরবে হারায় এই মন বারে বারে
ধূসর মেঘের কোলাহলে
রয়েছ তুমি দৃষ্টির আড়াল
বৃষ্টি নামে সরোবরে
তোমারি জন্য হৃদয় অরণ্যে-
ঝরে শুধুই অঝোর শ্রাবণ..
নির্জনে এই মনে বরষার ছবি আঁকি
দিনগুলো অনুভবে মেঘ হয়ে ভেসে থাকে
তোমারি জন্য হৃদয় অরণ্যে-
ঝরে শুধুই অঝোর শ্রাবণ...
পরবাসী রাতগুলো সুর তোলে অনুরাগে
তারাগুলো নিভে গেছে তবু আজো স্বপ্ন জেগে আছে
তোমারি জন্য হৃদয় অরণ্যে-
ঝরে শুধুই অঝোর শ্রাবণ...
Posted: Sunday, February 19, 2017
ধূসর মেঘের কোলাহলে
রয়েছ তুমি দৃষ্টির আড়াল
বৃষ্টি নামে সরোবরে
তোমারি জন্য হৃদয় অরণ্যে-
ঝরে শুধুই অঝোর শ্রাবণ..
নির্জনে এই মনে বরষার ছবি আঁকি
দিনগুলো অনুভবে মেঘ হয়ে ভেসে থাকে
তোমারি জন্য হৃদয় অরণ্যে-
ঝরে শুধুই অঝোর শ্রাবণ...
পরবাসী রাতগুলো সুর তোলে অনুরাগে
তারাগুলো নিভে গেছে তবু আজো স্বপ্ন জেগে আছে
তোমারি জন্য হৃদয় অরণ্যে-
ঝরে শুধুই অঝোর শ্রাবণ...
Post By: FarhaN Fahidur Rahim
0 মন্তব্য(গুলি)