Mixed Mp3 Songs
এসোনা | Eshona - Borno with Colorz Vol.2 | Lyrics
চেয়ে দেখো আজ স্বপ্নডানায়
উদাস পবনের ভীরে..
গোধূলির রঙে আঁকা
তুমি আমার অন্তপুরে..
চেয়ে দেখো আজ ভীষন্নতায়
হাতছানি দিয়ে আমাকে..
তবুও যেনো কল্পলোকেও
তুমি আমার হৃদয়ে জুড়ে..
এসোনা হৃদয়ে তুমি
চেয়ে দেখো আজো
পথ চেয়ে রয়েছি আমি..
মনেরও গহীনে
নীল বেদনাতে
জোছনার নির্বাসনে
বরষার ঘনঘটা
শিহরিত আমার মন
কামনার কাম্ব্রাসে
উজান ভাটির ধেয়ে আসা
এসোনা হৃদয়ে তুমি
হারিয়েও বলো না-
আমারি তুমি
Posted: Thursday, March 2, 2017
উদাস পবনের ভীরে..
গোধূলির রঙে আঁকা
তুমি আমার অন্তপুরে..
চেয়ে দেখো আজ ভীষন্নতায়
হাতছানি দিয়ে আমাকে..
তবুও যেনো কল্পলোকেও
তুমি আমার হৃদয়ে জুড়ে..
এসোনা হৃদয়ে তুমি
চেয়ে দেখো আজো
পথ চেয়ে রয়েছি আমি..
মনেরও গহীনে
নীল বেদনাতে
জোছনার নির্বাসনে
বরষার ঘনঘটা
শিহরিত আমার মন
কামনার কাম্ব্রাসে
উজান ভাটির ধেয়ে আসা
এসোনা হৃদয়ে তুমি
হারিয়েও বলো না-
আমারি তুমি
Post By: FarhaN Fahidur Rahim
0 মন্তব্য(গুলি)