Balam
কার পায়ে নুপূর বাজে | Kar Paye Nupur Baje - Balam | Lyrics
#Song: Nupur Baje
#Artist: Balam
#Album: Balam 1
#Lyrics -
কার পায়ে নুপূর বাজে
বিরহি এ মনের কোনে..
কে ভাসায় কে ডুবায়
দিন রাত প্রতি ক্ষণে..
নিজের সাথে লুকোচুরি
সবি শূণ্য মনে হয়..
কার খোঁজে দিশেহারা,
এতো প্রেম ছাড়া কিছু নয়..
আগুন ঝড়া ফাগুন কাটে
জীবনের বাকে বাকে..
অশান্ত এই মন
জানিনা যে কারে খোজে..
নিজের সাথে লুকোচুরি
সবি শূণ্য মনে হয়..
কার খোঁজে দিশেহারা
এতো প্রেম ছাড়া কিছু নয়..
দূর সে সুদূর পারে
ভালোবাসা উকি মারে..
অতৃপ্ত এই মন
শুধুই তোমারে খোজে..
নিজের সাথে লুকোচুরি
সবি শূণ্য মনে হয়..
কার খোঁজে দিশেহারা
এতো প্রেম ছাড়া কিছু নয়..
কার পায়ে নুপূর বাজে
বিরহি এ মনের কোনে..
কে ভাসায় কে ডুবায়
দিন রাত প্রতি ক্ষণে..
নিজের সাথে লুকোচুরি
সবি শূণ্য মনে হয়..
কার খোঁজে দিশেহারা
এতো প্রেম ছাড়া কিছু নয়..
বিরহি এ মনের কোনে..
কে ভাসায় কে ডুবায়
দিন রাত প্রতি ক্ষণে..
নিজের সাথে লুকোচুরি
সবি শূণ্য মনে হয়..
কার খোঁজে দিশেহারা,
এতো প্রেম ছাড়া কিছু নয়..
আগুন ঝড়া ফাগুন কাটে
জীবনের বাকে বাকে..
অশান্ত এই মন
জানিনা যে কারে খোজে..
নিজের সাথে লুকোচুরি
সবি শূণ্য মনে হয়..
কার খোঁজে দিশেহারা
এতো প্রেম ছাড়া কিছু নয়..
দূর সে সুদূর পারে
ভালোবাসা উকি মারে..
অতৃপ্ত এই মন
শুধুই তোমারে খোজে..
নিজের সাথে লুকোচুরি
সবি শূণ্য মনে হয়..
কার খোঁজে দিশেহারা
এতো প্রেম ছাড়া কিছু নয়..
কার পায়ে নুপূর বাজে
বিরহি এ মনের কোনে..
কে ভাসায় কে ডুবায়
দিন রাত প্রতি ক্ষণে..
নিজের সাথে লুকোচুরি
সবি শূণ্য মনে হয়..
কার খোঁজে দিশেহারা
এতো প্রেম ছাড়া কিছু নয়..
Post By: FarhaN Fahidur Rahim
0 মন্তব্য(গুলি)