Balam
অপরূপা | Oporupa - Balam | Lyrics
চোখে চোখে চোখ পরেছে
কি বলব মুখে
কে তোমায় সাজিয়েছে
এতো অপরূপে
আমার কল্পনায় হাজার ভাষা
নীরব দুঃখে দুঃখে
চাঁদ আজ লুকিয়ে গেছে
মেঘের আড়ালে
ফুল যেন চায় না ফিরে
পাপড়ি না মেলে
আমার কল্পনায় হাজার ভাষা
নীরব দুঃখে দুঃখে
তোমায় দেখে লিখতে পারি
হাজার কবিতা
পাহাড়ের বুক ফাড়িয়ে
ঝড়ে পরে লাজুক লতা
নয়ন দুটি আড়াল করো
রঙিন উড়না ঢেকে
চোখে চোখে চোখ পরেছে
কি বলব মুখে
কে তোমায় সাজিয়েছে
এতো অপরূপে
আমার কল্পনায় হাজার ভাষা
নীরব দুঃখে দুঃখে
Posted: Thursday, March 2, 2017
কি বলব মুখে
কে তোমায় সাজিয়েছে
এতো অপরূপে
আমার কল্পনায় হাজার ভাষা
নীরব দুঃখে দুঃখে
চাঁদ আজ লুকিয়ে গেছে
মেঘের আড়ালে
ফুল যেন চায় না ফিরে
পাপড়ি না মেলে
আমার কল্পনায় হাজার ভাষা
নীরব দুঃখে দুঃখে
তোমায় দেখে লিখতে পারি
হাজার কবিতা
পাহাড়ের বুক ফাড়িয়ে
ঝড়ে পরে লাজুক লতা
নয়ন দুটি আড়াল করো
রঙিন উড়না ঢেকে
চোখে চোখে চোখ পরেছে
কি বলব মুখে
কে তোমায় সাজিয়েছে
এতো অপরূপে
আমার কল্পনায় হাজার ভাষা
নীরব দুঃখে দুঃখে
Post By: FarhaN Fahidur Rahim
0 মন্তব্য(গুলি)