Hridoy Khan
জানি একদিন আমি চলে যাবো | Jani Akdin Ami Chole Jabo - Lyrics
জানি একদিন আমি চলে যাবো সবি ছেড়ে
যত বুক ভরা দুঃখকষ্ট নিয়ে
ফিরবোনা কোন দিন এই পৃথিবীতে
কোন কিছুর বিনিময় এই পৃথিবীতে
একদিন চলে যাব
জানি একদিন আমি চলে যাবো সবি ছেড়ে
যত বুক ভরা দুঃখ কষ্ট নিয়ে
জানি একদিন ভুলে যাবে সবাই
আমায় আমার স্মৃতি মুছে যাবে ধারায়
ও জানি একদিন এক মুহূর্ত কারোও
মনে পড়বেনা আমার কথা
ফিরবোনা কোন দিন এই পৃথিবীতে
কোন কিছুর বিনিময় এই পৃথিবীতে
একদিন চলে যাবো
জানি একদিন আমি চলে যাবো সবি ছেড়ে
যত বুক ভরা দুঃখকষ্ট নিয়ে
জানি একদিন দূর থেকে দেখব সবার
এই ভুলে যাওয়া
ও জানি একদিন চোখ থেকে পড়বে শুধু
অস্রুই ধারা
ফিরবোনা কোন দিন এই পৃথিবীতে
কোন কিছুর বিনিময় এই পৃথিবীতে
একদিন চলে যাবো
জানি একদিন আমি চলে যাবো সবি ছেড়ে
যত বুক ভরা দুঃখ কষ্ট নিয়ে
ফিরবোনা কোন দিন এই পৃথিবীতে
কোন কিছুর বিনিময় এই পৃথিবীতে
একদিন চলে যাবো ও ও ও
Posted: Sunday, April 30, 2017
যত বুক ভরা দুঃখকষ্ট নিয়ে
ফিরবোনা কোন দিন এই পৃথিবীতে
কোন কিছুর বিনিময় এই পৃথিবীতে
একদিন চলে যাব
জানি একদিন আমি চলে যাবো সবি ছেড়ে
যত বুক ভরা দুঃখ কষ্ট নিয়ে
জানি একদিন ভুলে যাবে সবাই
আমায় আমার স্মৃতি মুছে যাবে ধারায়
ও জানি একদিন এক মুহূর্ত কারোও
মনে পড়বেনা আমার কথা
ফিরবোনা কোন দিন এই পৃথিবীতে
কোন কিছুর বিনিময় এই পৃথিবীতে
একদিন চলে যাবো
জানি একদিন আমি চলে যাবো সবি ছেড়ে
যত বুক ভরা দুঃখকষ্ট নিয়ে
জানি একদিন দূর থেকে দেখব সবার
এই ভুলে যাওয়া
ও জানি একদিন চোখ থেকে পড়বে শুধু
অস্রুই ধারা
ফিরবোনা কোন দিন এই পৃথিবীতে
কোন কিছুর বিনিময় এই পৃথিবীতে
একদিন চলে যাবো
জানি একদিন আমি চলে যাবো সবি ছেড়ে
যত বুক ভরা দুঃখ কষ্ট নিয়ে
ফিরবোনা কোন দিন এই পৃথিবীতে
কোন কিছুর বিনিময় এই পৃথিবীতে
একদিন চলে যাবো ও ও ও
Post By: FarhaN Fahidur Rahim
0 মন্তব্য(গুলি)