Hridoy Khan
অনুরনন | Onuronon - Lyrics
ভুলে যেও না যতদূর আমি যাই
রবো তোমারি মনে
আসবো ফিরে আমি
দস্যি বাতাস হয়ে
তোমারি আলিঙ্গনে
আবারও উঠবো মেতে অনুরনমে
লাগে যদি কাঁপন শীতের সকালে
ছুঁয়ে দেবো এক ফালি রোদ কপালে
হারিয়ে যদি যাই আঁধারে
খোঁজে পাবে যে না গানে
দুজনের স্বপ্ন গাঁথার অনুরনমে
লাগে যদি খুব একা মাতাল বরষায়
মুছে দেবো কষ্ট তোমার সহসায়
হারিয়ে যদি যাই আঁধারে
খোঁজে পাবে যে না গানে
দুজনের স্বপ্ন গাঁথার অনুরনমে
Posted: Sunday, April 30, 2017
রবো তোমারি মনে
আসবো ফিরে আমি
দস্যি বাতাস হয়ে
তোমারি আলিঙ্গনে
আবারও উঠবো মেতে অনুরনমে
লাগে যদি কাঁপন শীতের সকালে
ছুঁয়ে দেবো এক ফালি রোদ কপালে
হারিয়ে যদি যাই আঁধারে
খোঁজে পাবে যে না গানে
দুজনের স্বপ্ন গাঁথার অনুরনমে
লাগে যদি খুব একা মাতাল বরষায়
মুছে দেবো কষ্ট তোমার সহসায়
হারিয়ে যদি যাই আঁধারে
খোঁজে পাবে যে না গানে
দুজনের স্বপ্ন গাঁথার অনুরনমে
Post By: FarhaN Fahidur Rahim
0 মন্তব্য(গুলি)