FUAD
খুব চেনা চেনা | Khub Chena Chena - Fuad ft. Poonam | Lyrics
খুব চেনা চেনা মুখ খানি তোমার
লাগছে আমাকে লাগছে আমাকে
কোথায় দেখেছি আমি কোথায় দেখিছি
পড়ছে না মনে পরছে না মনে
হয়ত কোনদিন সকাল বেলায়
বা কোন সন্ধ্যা বেলায়
কোথাও যেতে বা ফিরতি পথে
বা কোন বইয়ের মেলায়
ভাবছি যা আমি
না না সে তো নও তুমি
বলি কেমনে বলি কেমনে
আধো আলোতে আধো ছায়াতে
এলে যেনো কার সাথে
হাতে কিছু ফুল নিয়ে এলে
দিলে যে আমার হাতে
মনে পরেছে তোমায়
দেখেছি কোথায়
আমার স্বপনে আমার স্বপনে
Posted: Sunday, April 30, 2017
লাগছে আমাকে লাগছে আমাকে
কোথায় দেখেছি আমি কোথায় দেখিছি
পড়ছে না মনে পরছে না মনে
হয়ত কোনদিন সকাল বেলায়
বা কোন সন্ধ্যা বেলায়
কোথাও যেতে বা ফিরতি পথে
বা কোন বইয়ের মেলায়
ভাবছি যা আমি
না না সে তো নও তুমি
বলি কেমনে বলি কেমনে
আধো আলোতে আধো ছায়াতে
এলে যেনো কার সাথে
হাতে কিছু ফুল নিয়ে এলে
দিলে যে আমার হাতে
মনে পরেছে তোমায়
দেখেছি কোথায়
আমার স্বপনে আমার স্বপনে
Post By: FarhaN Fahidur Rahim
0 মন্তব্য(গুলি)