LRB | AB
ফেরারী এই মনটা আমার | Ferari Ai Monta Amar - LRB | Lyrics
#Song: Ferari Mon
#Artist: Ayuh Bachchu
#Lyrics & Tune: Ayub Bachchu
#Album: LRB 1 (1992) | Ferari Mon [Unplugged] (1996)
#Band: LRB
#Lyrics -
ফেরারী মন | লিরিক্স
ফেরারী এই মনটা আমার
মানে না কোনো বাঁধা
তোমাকে পাবারই আশায়
ফিরে আসে বারেবার
কখনো ভাবিনি আমি
ব্যাথা দিয়ে তুমি চলে যাবে
কি জানি কি ভুল ছিল আমার
আমাকে কেনো গেলে কাঁদিয়ে
তাই আমি ফিরে আসি বারেবার
ফেরারী এই মনটা আমার
মানে না কোনো বাঁধা
তোমাকে পাবারই আশায়
ফিরে আসে বারেবার
যে পথে হারিয়েছি তোমায়
সেই পথে খুঁজে আমি যাব
অভিমান করে থেকো না
অপবাদ দিয়ে যেও না
তাই আমি ফিরে আসি বারেবার
ফেরারী এই মনটা আমার
মানে না কোনো বাঁধা
তোমাকে পাবারই আশায়
ফিরে আসে বারেবার
Posted: Monday, May 1, 2017
মানে না কোনো বাঁধা
তোমাকে পাবারই আশায়
ফিরে আসে বারেবার
কখনো ভাবিনি আমি
ব্যাথা দিয়ে তুমি চলে যাবে
কি জানি কি ভুল ছিল আমার
আমাকে কেনো গেলে কাঁদিয়ে
তাই আমি ফিরে আসি বারেবার
ফেরারী এই মনটা আমার
মানে না কোনো বাঁধা
তোমাকে পাবারই আশায়
ফিরে আসে বারেবার
যে পথে হারিয়েছি তোমায়
সেই পথে খুঁজে আমি যাব
অভিমান করে থেকো না
অপবাদ দিয়ে যেও না
তাই আমি ফিরে আসি বারেবার
ফেরারী এই মনটা আমার
মানে না কোনো বাঁধা
তোমাকে পাবারই আশায়
ফিরে আসে বারেবার
Post By: FarhaN Fahidur Rahim
0 মন্তব্য(গুলি)