Hridoy Khan
বিদায় বলেছি বন্ধু | Biday Bolechi Bondhu - Hridoy Khan | Lyrics
লুকিয়ে রেখে যত না বলা কথা
মনের আড়ালে জমিয়ে রেখে
যত কষ্ট আছে চোখের জলে
বিদায় বলেছি বন্ধু
ক্ষমা করো মোরে
বলো সব মানুষ কি পারে
কেউ জেতে কেউ তো হারে
আমিও এমন করে হারিয়ে যাবো
তীরহারা ঢেউ এর মতো
একাকী বলে যাবো নিজের কথা
শূণ্য নদীর মতো
আমিও এমন করে লুকিয়ে রবো
মেঘে ঢাকা চাঁদের মতো
নীরবে সয়ে যাবো কষ্ট যতো
আহত পাখির মতো
শালিক পাখি
Posted: Monday, May 1, 2017
মনের আড়ালে জমিয়ে রেখে
যত কষ্ট আছে চোখের জলে
বিদায় বলেছি বন্ধু
ক্ষমা করো মোরে
বলো সব মানুষ কি পারে
কেউ জেতে কেউ তো হারে
আমিও এমন করে হারিয়ে যাবো
তীরহারা ঢেউ এর মতো
একাকী বলে যাবো নিজের কথা
শূণ্য নদীর মতো
আমিও এমন করে লুকিয়ে রবো
মেঘে ঢাকা চাঁদের মতো
নীরবে সয়ে যাবো কষ্ট যতো
আহত পাখির মতো
শালিক পাখি
Post By: FarhaN Fahidur Rahim
0 মন্তব্য(গুলি)