LRB | AB

গতকাল রাতে | Gotokal Raate - LRB | Lyrics

#Song: Gotokal Raate 
#Artist: Ayub Bachchu 
#Lyrics: Bappi Khan
#Tune: Ayub Bachchu 
#Album:  Ferari Mon [Unplugged] (1996) 
#Band: LRB 
#Lyrics - 

গতকাল রাতে | লিরিক্স - 

গতকাল রাতে বিবেক আমায়
স্বপ্নের কড়া নেড়ে করলো জিজ্ঞেস
আমায় ছাড়া আর কতদিন রবে?

জানালার পাশে বুদ্ধি আমার
দুষ্টু হাসির সাথে চাইলো ফেরত
সবটুকু তার দেনা পাওনার হিসেব

গতকাল রাতে বিবেক আমায়
স্বপ্নের কড়া নেড়ে করলো জিজ্ঞেস
আমায় ছাড়া আর কতদিন রবে?

কার্নিশ থেকে হুঁশিয়ারি দিয়ে
বললো আমার প্রেম
নষ্ট করো নাকো পবিত্রতা
শেষবার শুধালেম

গতকাল রাতে বিবেক আমায়
স্বপ্নের কড়া নেড়ে করলো জিজ্ঞেস
আমায় ছাড়া আর কতদিন রবে?

Posted: Monday, May 1, 2017
Post By: FarhaN Fahidur Rahim

Related Song Lyrics

0 মন্তব্য(গুলি)