Mixed Mp3 Songs
প্রথম দেখে তোমায় | Prothom Dekhe Tomay | Lyrics
প্রথম দেখে তোমায় আমি ভালোবেসেছি
মনে হয় আকাশের চাঁদ পেয়েছি
হৃদয় জুড়ে তোমার নাম লিখে রেখেছি
মনে প্রানে তোমায় ভালোবেসেছি
দিন যে কাটে না রাত যে কাটে না
তুমি ছাড়া কিছু ভালো লাগে না
দুরু দুরু কাঁপে যে বুক লাগে শুধু ভয়
কখনও তোমায় যদি হারাতে হয়
দিন যে কাটে না রাত যে কাটে না
তুমি ছাড়া কিছু ভালো লাগে না
এত কাছে তো আসি তবু ইচ্ছে কমে না
এত ভালোবাসি তো মন তো ভরে না
দিন যে কাটে না রাত যে কাটে না
তুমি ছাড়া কিছু ভালো লাগে না
Posted: Wednesday, May 3, 2017
মনে হয় আকাশের চাঁদ পেয়েছি
হৃদয় জুড়ে তোমার নাম লিখে রেখেছি
মনে প্রানে তোমায় ভালোবেসেছি
দিন যে কাটে না রাত যে কাটে না
তুমি ছাড়া কিছু ভালো লাগে না
দুরু দুরু কাঁপে যে বুক লাগে শুধু ভয়
কখনও তোমায় যদি হারাতে হয়
দিন যে কাটে না রাত যে কাটে না
তুমি ছাড়া কিছু ভালো লাগে না
এত কাছে তো আসি তবু ইচ্ছে কমে না
এত ভালোবাসি তো মন তো ভরে না
দিন যে কাটে না রাত যে কাটে না
তুমি ছাড়া কিছু ভালো লাগে না
Post By: FarhaN Fahidur Rahim
0 মন্তব্য(গুলি)