Mixed Mp3 Songs

মেঘবরণ | Meghboron - Tanjib Sarowar | Lyrics

সুখ বহে বাতাসে বৃষ্টি এলে
যদি এ লগন দেয় জড়ায় দুজনায়
হাজার ফোটার এই রাত
শুধু প্রেম জেগে থাক একই সুরে
মেঘেদের পাল তুলে
যাবো নূরের খেয়ায়
বাধ মেঘবরনে আবেশে
ভালোবেসে.....

একা একা কথা বলা বৃষ্টির সাথে
নিমগ্ন নীড় ভোলা বর্ষা স্রোতে
বাড়ছে আকাশ কালো বাড়ছে সময়
ফেরার পথেই নত শুধু নোনা জল
ছুঁয়ে দাও তুমি আজ উত্তালী বর্ষাতে
পৃথিবীর শ্রেষ্ঠ সুখ তখনি হার মানবে

বৃষ্টি ঘাসের দুলে সাজায়ে তোমায়
দেখব আপন মনে নতুন ভাষায়
আবেগের তৃষ্ণাতে পিপাসা জমে
ভেজাবো বৃষ্টিতে নিপুণ তালে
গ্রহতে গহীনে  রচনায় আমি মগ্ন
তবুও সূচনায় দেয় বাধা মোর কাব্য

Posted: Wednesday, May 3, 2017
Post By: FarhaN Fahidur Rahim

Related Song Lyrics

0 মন্তব্য(গুলি)