HABIB

তুমি যে আমার ঠিকানা | Tumi Je Amar Thikana - Habib | Lyrics

মনের ভাষা বলেছি
সুখের আশা করেছি
তোমাকে আমি পেয়েছি

ভালোবেসেছি

জীবন জুড়ে তুমি থাকোনা

তুমি যে আমার ঠিকানা
তোমায় নিয়ে যত ভাবনা
এই আমি দুটি হাত বাড়িয়ে দিলাম

মেহেদী রাঙা এই দু'হাতে
রাখি তোমায় জড়িয়ে
হাসিতে আর ফুল সোহাগে দেবো ভরিয়ে

একটি দুটি মায়াবী রাতে
কি যে আলো জ্বালিয়ে
মন যেতে চায়, তাই মন দিয়েছি


বলিনি আমি তোমাকে ছাড়া

যাবো অন্য পথে
তুমি যেওনা যেন আমার আড়ালে

জীবন জুড়ে তুমি থাকোনা

তুমি যে আমার ঠিকানা
তোমায় নিয়ে যত ভাবনা
এই আমি দুটি হাত বাড়িয়ে দিলাম
 

বন্ধু হলাম দু:খরাতে
তুমি আমি দুজনে
হয়তো সেই ভুল আধারে
পাবো আলো জীবনে
কখনো রোদ ইন্দ্রধনু আমাদের বাগানে
কখনো আসে যায় সঙ্গোপনে

ভাবিনি আমি কোন দিনও
রবো দু:খ নিয়ে
তুমি থাকলে পাশে থাকেনা কোন বেদনা
জীবন জুড়ে তুমি থাকোনা

তুমি যে আমার ঠিকানা
তোমায় নিয়ে যত ভাবনা
এই আমি দুটি হাত বাড়িয়ে দিলাম

Posted: Wednesday, May 3, 2017
Post By: FarhaN Fahidur Rahim

Related Song Lyrics

0 মন্তব্য(গুলি)