Bangla Mixed Album
আচ্ছা কেনো মানুষগুলো | Accha Keno Manushgulo - Renesa | Lyrics
আচ্ছা কেনো মানুষগুলো এমন হয়ে যায়
চেনাজানা মুখগুলো সব কেমন হয়ে যায়
দিন বদলের খেলাতে মন বদলের মেলাতে
মানুষগুলো দিনে দিনে বদলে কেনো যায়
সুখের দিনে ভালোবাসা দেয় যে কতজন
কাছে আসে ভালোবাসে দেয় যে ভরে মন
দিন বদলের খেলাতে মন বদলের মেলাতে
মানুষগুলো দিনে দিনে বদলে কেনো যায়
আচ্ছা কেনো মানুষগুলো এমন হয়ে যায়
চেনাজানা মুখগুলো সব কেমন হয়ে যায়
দিন বদলের খেলাতে মন বদলের মেলাতে
মানুষগুলো দিনে দিনে বদলে কেনো যায়
দুঃখের দিনে কাছে এসে পথ ভুলে কি কেউ
একা ঘরে পরেই রবে জানবে নাতো কেউ
দিন বদলের খেলাতে মন বদলের মেলাতে
মানুষগুলো দিনে দিনে বদলে কেনো যায়
আচ্ছা কেনো মানুষগুলো এমন হয়ে যায়
চেনাজানা মুখগুলো সব কেমন হয়ে যায়
দিন বদলের খেলাতে মন বদলের মেলাতে
মানুষগুলো দিনে দিনে বদলে কেনো যায়
চেনাজানা মুখগুলো সব কেমন হয়ে যায়
দিন বদলের খেলাতে মন বদলের মেলাতে
মানুষগুলো দিনে দিনে বদলে কেনো যায়
সুখের দিনে ভালোবাসা দেয় যে কতজন
কাছে আসে ভালোবাসে দেয় যে ভরে মন
দিন বদলের খেলাতে মন বদলের মেলাতে
মানুষগুলো দিনে দিনে বদলে কেনো যায়
আচ্ছা কেনো মানুষগুলো এমন হয়ে যায়
চেনাজানা মুখগুলো সব কেমন হয়ে যায়
দিন বদলের খেলাতে মন বদলের মেলাতে
মানুষগুলো দিনে দিনে বদলে কেনো যায়
দুঃখের দিনে কাছে এসে পথ ভুলে কি কেউ
একা ঘরে পরেই রবে জানবে নাতো কেউ
দিন বদলের খেলাতে মন বদলের মেলাতে
মানুষগুলো দিনে দিনে বদলে কেনো যায়
আচ্ছা কেনো মানুষগুলো এমন হয়ে যায়
চেনাজানা মুখগুলো সব কেমন হয়ে যায়
দিন বদলের খেলাতে মন বদলের মেলাতে
মানুষগুলো দিনে দিনে বদলে কেনো যায়
Post By: FarhaN Fahidur Rahim
0 মন্তব্য(গুলি)