Hridoy Khan
অবুঝ ভালোবাসা | Obujh Valobasha - Hridoy Khan Lyrics
তুমি যদি আমাকে কাছে এসে ভালোবাসো
Posted: Wednesday, April 26, 2017
কি জানি হয় হৃদয়ে কি করে তোমায় বোঝাবো
ভালো আর লাগে না
এতো কেনো মায়া
যত কাছে আমি লাগে শুধু স্বান্তনা
অবুঝ ভালোবাসা
জানি এ নয় খেলা
তবু এই মনে হয় ছাড়া তোমায় বাঁচবো না
তুমি যদি আমাকে কাছে এসে ভালোবাসো
না জানি কবে সে সময় আসবে
আমাকে ধরে কাঁদবে
ও দুঃখের পেছনে যত সুখ আছে
একদিন রঙ দেখাবে
যত দিন এ প্রাণ আছে আমি রব যে কাছে
তোমাকে কথা দিলাম
তোমাকে কথা দিলাম
ভালো আর লাগে না
এতো কেনো মায়া
যত কাছে আমি লাগে শুধু স্বান্তনা
অবুঝ ভালোবাসা
জানি এ নয় খেলা
তবু এই মনে হয় ছাড়া তোমায় বাঁচবো না
তুমি যদি আমাকে কাছে এসে ভালোবাসো
কি জানি হয় হৃদয়ে
কি করে তোমায় বোঝাবো
ভালো আর লাগে না
এতো কেনো মায়া
যত কাছে আমি লাগে শুধু স্বান্তনা
অবুঝ ভালোবাসা
জানি এ নয় খেলা
তবু এই মনে হয় ছাড়া তোমায় বাঁচবো না
Post By: FarhaN Fahidur Rahim
0 মন্তব্য(গুলি)