Mixed Mp3 Songs
তোমার চোখে আকাশ | Tomar Chokhe Akash - Arfin Rumey | Lyrics
তোমার চোখে আকাশ আমার
চাঁদ উজাড় পূর্ণিমা
ভেতর থেকে বলছে হৃদয়
তুমি আমার প্রিয়তমা
পথের শুরু থেকে শেষে
যাবো তোমায় ভালোবেসে
বুকে আছে তোমার জন্য
অনেক কথা জমা
ভালোবাসি তোমায় কত
দেখো হৃদয় খুলে
রাঙিয়ে দেবো তোমার পাঁজর
মনের রঙিন ফুলে
তোমায় দেখার শেষ হবেনা
দুচোখ বোজার আগে
আকাশ হয়ে জড়িয়ে রব
গভীর অনুরাগে
Posted: Wednesday, April 26, 2017
চাঁদ উজাড় পূর্ণিমা
ভেতর থেকে বলছে হৃদয়
তুমি আমার প্রিয়তমা
পথের শুরু থেকে শেষে
যাবো তোমায় ভালোবেসে
বুকে আছে তোমার জন্য
অনেক কথা জমা
ভালোবাসি তোমায় কত
দেখো হৃদয় খুলে
রাঙিয়ে দেবো তোমার পাঁজর
মনের রঙিন ফুলে
তোমায় দেখার শেষ হবেনা
দুচোখ বোজার আগে
আকাশ হয়ে জড়িয়ে রব
গভীর অনুরাগে
Post By: FarhaN Fahidur Rahim
0 মন্তব্য(গুলি)