TRIMATRA
সুবিধাবাদী | Subidhabadi - Trimatra | Lyrics
তুমি আর তোমার যত ইচ্ছেগুলো
সবি এক স্বপ্ন দিয়ে ভাগ্য বুনো
আমি তো ভাগ্য ছিঁড়াই ব্যাস্ত আছি
তুমি আর আমার কাছে আসবে কেনো
সারাদিন বড্ড বেশি মাতলামিতে
জীবনের রাস্তাগুলো হারিয়ে ফেলি
গতকাল ছিলাম যেমন নদীর কূলে
আজও সেই নদীর কূলে ভাঙন খেলি
তুমি তো নদীর বুকে নাও ভাসাবে
আমার এই ভাঙন খেলায় মাতবে কেনো
বিকেলের সূর্য যখন অস্ত যাবে
আবারো সকাল হবার অপেক্ষাতে
সারারাত অসহ্য এক অন্ধকারে
একা একা জাগবো বসে তারার সাথে
তুমি তো রাতের কূলে ঘুমিয়ে নিবে
আমার এই আঁধার ঘরে জাগবে কেনো
Posted: Wednesday, April 26, 2017
সবি এক স্বপ্ন দিয়ে ভাগ্য বুনো
আমি তো ভাগ্য ছিঁড়াই ব্যাস্ত আছি
তুমি আর আমার কাছে আসবে কেনো
সারাদিন বড্ড বেশি মাতলামিতে
জীবনের রাস্তাগুলো হারিয়ে ফেলি
গতকাল ছিলাম যেমন নদীর কূলে
আজও সেই নদীর কূলে ভাঙন খেলি
তুমি তো নদীর বুকে নাও ভাসাবে
আমার এই ভাঙন খেলায় মাতবে কেনো
বিকেলের সূর্য যখন অস্ত যাবে
আবারো সকাল হবার অপেক্ষাতে
সারারাত অসহ্য এক অন্ধকারে
একা একা জাগবো বসে তারার সাথে
তুমি তো রাতের কূলে ঘুমিয়ে নিবে
আমার এই আঁধার ঘরে জাগবে কেনো
Post By: FarhaN Fahidur Rahim
0 মন্তব্য(গুলি)