Mixed Mp3 Songs
তবে কি হবে | Tobe Ki Hobe - Julee | Lyrics
রাত আসে ভয় হয়
যদি ঘুম না হয়
ঢুলুঢুলু দুই চোখ
চেয়ে থাকে অপলক
তোমার অনুভবে
তবে কি হবে
তবে কি হবে
মেঘগুলো রেগে গিয়ে
চাঁদটাকে ঢেকে দিয়ে
হঠাৎ যদি ঝড় তোলে
সব আলো দেয় নিভিয়ে
তোমার অনুভবে
তবে কি হবে
তবে কি হবে
মন যদি অগোচরে
ভুল করে ভুলে পড়ে
হঠাৎ ছুঁয়ে দেয় কোন
স্বপ্নকে রাত-দুপুরে
তোমার অনুভবে
তবে কি হবে
তবে কি হবে
Posted: Thursday, April 27, 2017
যদি ঘুম না হয়
ঢুলুঢুলু দুই চোখ
চেয়ে থাকে অপলক
তোমার অনুভবে
তবে কি হবে
তবে কি হবে
মেঘগুলো রেগে গিয়ে
চাঁদটাকে ঢেকে দিয়ে
হঠাৎ যদি ঝড় তোলে
সব আলো দেয় নিভিয়ে
তোমার অনুভবে
তবে কি হবে
তবে কি হবে
মন যদি অগোচরে
ভুল করে ভুলে পড়ে
হঠাৎ ছুঁয়ে দেয় কোন
স্বপ্নকে রাত-দুপুরে
তোমার অনুভবে
তবে কি হবে
তবে কি হবে
Post By: FarhaN Fahidur Rahim
0 মন্তব্য(গুলি)