Kishore Kumar

আধো আলো ছায়াতে | Adho Alo Chayate | Lyrics

গান: আধো আলো ছায়াতে
শিল্পী: কিশোর কুমার ও আশা ভোঁসলে
অ্যালবাম: কলঙ্কিনী কঙ্কাবতী


আধো আলো ছায়াতে কিছু ভালোবাসাতে
আজ মন ভোলাতে হবে বলো কার
কারো নয় শুধু যে আমার

আমারি আকাশে তুমি যে ধ্রুবতারা
তুমি ছাড়া আমি হয়ে যাই যে দিশাহারা
আছি মনে আর মরণে আমি যে তোমার
আধো আলো ছায়াতে কিছু ভালোবাসাতে
আজ মন ভোলাতে হবে বলো কার
কারো নয় শুধু যে আমার

জোছনা ঢালা এই রাত যেনো এমনি থাকে
প্রেমেরি স্বপ্ন মহল যেনো এমনি থাকে
আমি আলো হয়ে আসবো হোকনা অন্ধকার
আধো আলো ছায়াতে কিছু ভালোবাসাতে

আজ মন ভোলাতে হবে বলো কার
কারো নয় শুধু যে আমার
আমি যা চেয়েছি তুমি তা দিয়েছ ঢেলে

মন মোর ময়ূরী হয়ে আজ পাখনা মেলে
তুমি ডাকলে কাছে থাকলে
ভয় নেই হারিয়ে যাওয়ার

Posted: Tuesday, May 9, 2017
Post By: FarhaN Fahidur Rahim

Related Song Lyrics

1 মন্তব্য(গুলি)