Kishore Kumar

আমার স্বপ্ন যে সত্যি হলো আজ | Amar Shopno Je Shotti Holo Aj | Lyrics

আমার স্বপ্ন যে সত্যি হলো আজ
কণ্ঠঃ 
কিশোর কুমার, লতা মঙ্গেশকর
ছবিঃ অনুসন্ধান


আমার স্বপ্ন যে সত্যি হলো আজ
আমার স্বপ্ন যে সত্যি হলো আজ
কাছে এলো এতদিন দূরে ছিল যে
রঙে রঙে এ জীবন ভরে দিল সে
আমার স্বপ্ন যে সত্যি হল আজ...

পাখি আর ভ্রমরের ভাষাতে
ভরে গেছি শুধু আল আশাতে
আজ মন জাগে যেন ভালবাসাতে
পাখি আর ভ্রমরের ভাষাতে
ভরে গেছে শুধু আল আশাতে
কাছে ডাকো...কথা রাখো...নয় ভোলো লাজ
আমার স্বপ্ন যে সত্যি হল আজ
আমার স্বপ্ন যে সত্যি হলো আজ

আকাশের রঙ ঐ নীলাভো
এত খুশি কাকে আর বিলাবো ?
আজ তুমি আমি একই সুরে মিলাবো
আকাশের রঙ ঐ নীলাভো
এত খুশি কাকে আর বিলাবো
মন ভুলে...সুর দোলায়...তুমি দোলো আজ
আমার স্বপ্ন যে সত্যি হলো আজ
আমার স্বপ্ন যে সত্যি হলো আজ

স্বপ্নেরই মায়াজাল বুনে যে
দিন ক্ষন গেছে কাল গুনে যে
আজ এলে তুমি এই ফাল্গুনে যে
প্নেরই মায়াজাল বুনে যে
দিন ক্ষন গেছে কাল গুনে যে
কাছে এসে...ভালবেসে...মুখ তোলো আজ
আমার স্বপ্ন যে সত্যি হলো আজ

কাছে এলো এতদিন দূরে ছিল যে
রঙ্গে রঙ্গে এ-জীবন ভরে দিল সে
আমার স্বপ্ন যে সত্যি হলো আজ...

Posted: Tuesday, May 9, 2017
Post By: FarhaN Fahidur Rahim

Related Song Lyrics

0 মন্তব্য(গুলি)