Kishore Kumar
চিরদিনি তুমি যে আমার | Chirodini Tumi Je Amar | Lyrics
#Song: Chirodini Tumi Je Amar
#Artist: Kishore Kumar
#Composer: Bappi Lahiri
#Album: Amar Sangee
#Lyrics -
চিরদিনই তুমি যে আমার
যুগে যুগে আমি তোমারই
আমি আছি সেই যে তোমার
তুমি আছো সেই আমারই
সঙ্গী সঙ্গী আমরা অমর সঙ্গী
এত কাছে রয়েছো তুমি
আরো কাছে তোমাকে যে চাই
তুমি ছাড়া এমন আপন
আমার যে আর কেউ নাই
আমি কি গো তোমাকে ছেড়ে
একা একা থাকতে পারি
সঙ্গী সঙ্গী আমরা অমর সঙ্গী
এ জীবন ফুরিয়ে যেদিন
পাবো এক নতুন জীবন
সেদিনও হবে একাকার
দু’জনার এই দু’টি মন
হৃদয়ের সব কবিতা
ঝরে পড়ে ছন্দ তারে
চিরদিনই তুমি যে আমার
যুগে যুগে আমি তোমারই
আমি আছি সেই যে তোমার
তুমি আছো সেই আমারই
সঙ্গী সঙ্গী আমরা অমর সঙ্গী
Post By: FarhaN Fahidur Rahim
0 মন্তব্য(গুলি)