Mixed Mp3 Songs
আমি আজকাল ভালো আছি | Ami Ajkal Valo Achi - Anupam Roy | Lyrics
আমি আজকাল ভালো আছি
তোকে ছাড়া রাতগুলো আলো হয়ে আছে
আমি আজকাল ভাল আছি
আমি আজকাল ভালো আছি
তোকে ছাড়া রাতগুলো আলো হয়ে আছে
আমি আজকাল ভাল আছি
পারদের ওঠা নামা আমাকে ভাবিয়ে তোলে না
আর ঝিনুকের রঙ চিনে নিতে শিখে গেছি
আমি এবার শোন নতজানু হয়ে কেউ বসে নেই
কোথাও ফিরে গেছি সব কিছু ফেলে
আর একশো বছর আমি বাঁচবোই পড়ে দেখ
লেখা আছে স্পষ্ট দেওয়ালে
আমি আজকাল ভালো আছি
তোকে ছাড়া রাতগুলো আলো হয়ে আছে
আমি আজকাল ভাল আছি
এক লাফে সিগনাল পেরোতে পা আঁকড়ে ধরে না
অজস্র কালবৈশাখী আর আছড়ে পড়ে না
শোন অভ্যেস বলে কিছু হয় না
এ পৃথিবীতে পালটে ফেলাই বেঁচে থাকা
আর একশো বছর আমি বাঁচবই জেনে রাখ
হোক না এ পথঘাট ফাঁকা
আমি আজকাল ভালো আছি
তোকে ছাড়া রাতগুলো আলো হয়ে আছে
আমি আজকাল ভাল আছি
আমি আজকাল ভালো আছি
তোকে ছাড়া রাতগুলো আলো হয়ে আছে
আমি আজকাল ভাল আছি
Posted: Saturday, May 20, 2017
তোকে ছাড়া রাতগুলো আলো হয়ে আছে
আমি আজকাল ভাল আছি
আমি আজকাল ভালো আছি
তোকে ছাড়া রাতগুলো আলো হয়ে আছে
আমি আজকাল ভাল আছি
পারদের ওঠা নামা আমাকে ভাবিয়ে তোলে না
আর ঝিনুকের রঙ চিনে নিতে শিখে গেছি
আমি এবার শোন নতজানু হয়ে কেউ বসে নেই
কোথাও ফিরে গেছি সব কিছু ফেলে
আর একশো বছর আমি বাঁচবোই পড়ে দেখ
লেখা আছে স্পষ্ট দেওয়ালে
আমি আজকাল ভালো আছি
তোকে ছাড়া রাতগুলো আলো হয়ে আছে
আমি আজকাল ভাল আছি
এক লাফে সিগনাল পেরোতে পা আঁকড়ে ধরে না
অজস্র কালবৈশাখী আর আছড়ে পড়ে না
শোন অভ্যেস বলে কিছু হয় না
এ পৃথিবীতে পালটে ফেলাই বেঁচে থাকা
আর একশো বছর আমি বাঁচবই জেনে রাখ
হোক না এ পথঘাট ফাঁকা
আমি আজকাল ভালো আছি
তোকে ছাড়া রাতগুলো আলো হয়ে আছে
আমি আজকাল ভাল আছি
আমি আজকাল ভালো আছি
তোকে ছাড়া রাতগুলো আলো হয়ে আছে
আমি আজকাল ভাল আছি
Post By: FarhaN Fahidur Rahim
0 মন্তব্য(গুলি)