Mixed - Band
সাদাকালো | ShadaKalo - Aconite | Lyrics
ছোট্ট এ শহরে
ঘুণে ধরা স্বপ্নগুলো
সাদাকালো ফ্রেমের মাঝে
ভেসে ওঠে মানুষগুলো
রাত্রির ভেজা মাঠে পড়ে থাকে
থুবড়ে পড়া কোন নিথর শরীর
ঝড়ে পড়া কোন লালিত স্বপ্ন
মরচে ধরা আমার বিবেক
সেলুলয়েডের প্রতিটি পাতায়
লিখে যাওয়া বাকরুদ্ধ পরিহাস
মিথ্যে আবেগে জড়ানো কোন অনুভুতি
কুঁড়ে খায় আমায় অগোচরে
যদিও তা পারিনি আনতে আলো
কোন এক ভোরে!
Posted: Monday, May 15, 2017
ঘুণে ধরা স্বপ্নগুলো
সাদাকালো ফ্রেমের মাঝে
ভেসে ওঠে মানুষগুলো
রাত্রির ভেজা মাঠে পড়ে থাকে
থুবড়ে পড়া কোন নিথর শরীর
ঝড়ে পড়া কোন লালিত স্বপ্ন
মরচে ধরা আমার বিবেক
সেলুলয়েডের প্রতিটি পাতায়
লিখে যাওয়া বাকরুদ্ধ পরিহাস
মিথ্যে আবেগে জড়ানো কোন অনুভুতি
কুঁড়ে খায় আমায় অগোচরে
যদিও তা পারিনি আনতে আলো
কোন এক ভোরে!
Post By: FarhaN Fahidur Rahim
0 মন্তব্য(গুলি)