Mixed - Band
ক্রোধ | Krodh - Aconite | Lyrics
ব্যাক্তি আমি আজ নিগ্রিহিত পরাজিত
খুঁজে পাই অবহেলায় পরে থাকা শরীর
চির চেনা হয়ে ওঠে প্রতিটি মানুষ
বেচে থাকার সেই ঘৃনিত চোখে
তবে তোমার কিসের এতো গৌরব
এই নিস্পলক দেহে?
এক এক করে ধরবো যখন আমি
উপড়ে ফেলবো নিয়মনীতির বালাই
নই আমি একা এই পথের শেষে
আছে সবাই দেখো ওঁত পেতে..
একটি বিভ্রম তুমি হয়ে আছো
আজো আমার শরীরে
ছিলাম ভুলে খনিকের মোহে
মেতে ছিলাম উৎসবে
জীবনকে নেশা ভেবে
বেঁচে থাকার আকুলতা
Posted: Monday, May 15, 2017
খুঁজে পাই অবহেলায় পরে থাকা শরীর
চির চেনা হয়ে ওঠে প্রতিটি মানুষ
বেচে থাকার সেই ঘৃনিত চোখে
তবে তোমার কিসের এতো গৌরব
এই নিস্পলক দেহে?
এক এক করে ধরবো যখন আমি
উপড়ে ফেলবো নিয়মনীতির বালাই
নই আমি একা এই পথের শেষে
আছে সবাই দেখো ওঁত পেতে..
একটি বিভ্রম তুমি হয়ে আছো
আজো আমার শরীরে
ছিলাম ভুলে খনিকের মোহে
মেতে ছিলাম উৎসবে
জীবনকে নেশা ভেবে
বেঁচে থাকার আকুলতা
Post By: FarhaN Fahidur Rahim
0 মন্তব্য(গুলি)