Bangla Natok Song

স্বপ্নের গল্প | Shopner Golpo - Protikkha Natok | Lyrics

Title: Shopner Golpo
Singer: Nilam Sen & Munad
Tune: Piran Khan
Natok: Protikkha


মানে না মানে না এই মন আমার
বোঝে না বোঝে না তোকে ছাড়া কিছু আর

স্বপ্নহীন দুটি চোখে আমি দেখেছি তোমাকে
তোমার ছোঁয়ায় বিভোর আমি হয়ে যায় এই নিশিরাতে
গভীর দুটি চোখে আমি চেয়েছি তোমাকে
তোমার ছোঁয়ায় বিভোর আমি হয়ে যায় এই নিশিরাতে

মানে না মানে না এই মন আমার
বোঝে না বোঝে না তোকে ছাড়া কিছু আর

সপ্নের নেই অবসর দেখেছি স্বপ্ন জোছনা
আর ছন্দহীন কবিতা বৃষ্টি শেষে কোলাহল
সপ্নের নেই অবসর দেখেছি স্বপ্ন জোছনা
আর ছন্দহীন কবিতা বৃষ্টি শেষে কোলাহল

মানে না মানে না এই মন আমার
বোঝে না বোঝে না তোকে ছাড়া কিছু আর

তোমায় নিয়ে স্বপ্ন দেখা অচেনা পথ লাগে চেনা
মনের ভেতর এলোমেলো স্বপ্ন যে আজ ফিরে এলো
তোমায় নিয়ে স্বপ্ন দেখা অচেনা পথ লাগে চেনা
মনের ভেতর এলোমেলো স্বপ্ন যে আজ ফিরে এলো

মানে না মানে না এই মন আমার
বোঝে না বোঝে না তোকে ছাড়া কিছু আর

Posted: Monday, May 15, 2017
Post By: FarhaN Fahidur Rahim

Related Song Lyrics

0 মন্তব্য(গুলি)