Mixed - Band

ফিরে এসো | Firey Esho - Metrical | Lyrics


বহুদিন পর মনে পরলো তোমায়
স্মৃতি মাঝে ছিড়ে যাওয়া কোন পত্রে
অনুভবে তুমি আছো ছায়া হয়ে
আমার পৃথিবী এখনো তোমায় নিয়ে
আমার আকাশে বৃষ্টি হবে
আবার ভিজবো দুজন একসাথে
সৃষ্টি হবে নতুন কোন স্বপ্ন
মাতাল করা এই রাতে

ফিরে এসো মিনতি আমার
ভালোবাসো আবার
ফিরে এসো মিনতি আমার
ভালোবাসো আবার

চাই আমি তোমায় নতুন করে
চলবো এ পথটা আবার তোমায় ধরে
ছুটে যাবো দূরে হারাবো অজানায়
আমার এ মনটা শুধু তোমাকেই চায়
আমার স্বপ্নগুলো মেলবে ডানা আবার
এনে দেবে তোমায় নতুন জোয়ার
ভাটা পরে যাবে বিষাদ অবসাদের
যদি এ হাতটা ধরো আমার

ফিরে এসো মিনতি আমার
ভালোবাসো আবার
ফিরে এসো মিনতি আমার
ভালোবাসো আবার

Posted: Monday, May 15, 2017
Post By: FarhaN Fahidur Rahim

Related Song Lyrics

0 মন্তব্য(গুলি)