- Bangla Movie Song -
পথ জানা নেই | Poth Jana Nei - Tahsan | Musafir Movie | Lyrics
দিন কি বা রাত ছোটার আকুল নেশা
ঝড় জলে মেটে না পিপাসা
ভোর খোঁজে মন ঘোর আঁধারে
জীবন কি জড়াবে শিকড়ে
এই পথ জানা নেই পথে দিলাম পাড়ি
পথ ঠিকানা পথে আমার বাড়ি
এই পথ জানা নেই পথে দিলাম পাড়ি
তোমাদের বানানো শহর এখানে
মিথ্যের বড়ই আদর জানি
বিশ্বাস ভাঙ্গবে আবার কেনো
স্বপ্ন তবুও করে ভর
এই পথ জানা নেই পথে দিলাম পাড়ি
পথ ঠিকানা পথে আমার বাড়ি
এই পথ জানা নেই পথে দিলাম পাড়ি
জীবন ভর আশা নিরাশা
কিছু না ভেবে বাড়িয়েছি পা
জানি বেড়ে চলেছে সংশয়
এ পথ তবুও স্বপ্ন দেখায়
এই পথ জানা নেই পথে দিলাম পাড়ি
পথ ঠিকানা পথে আমার বাড়ি
এই পথ জানা নেই পথে দিলাম পাড়ি
Posted: Monday, May 15, 2017
ঝড় জলে মেটে না পিপাসা
ভোর খোঁজে মন ঘোর আঁধারে
জীবন কি জড়াবে শিকড়ে
এই পথ জানা নেই পথে দিলাম পাড়ি
পথ ঠিকানা পথে আমার বাড়ি
এই পথ জানা নেই পথে দিলাম পাড়ি
তোমাদের বানানো শহর এখানে
মিথ্যের বড়ই আদর জানি
বিশ্বাস ভাঙ্গবে আবার কেনো
স্বপ্ন তবুও করে ভর
এই পথ জানা নেই পথে দিলাম পাড়ি
পথ ঠিকানা পথে আমার বাড়ি
এই পথ জানা নেই পথে দিলাম পাড়ি
জীবন ভর আশা নিরাশা
কিছু না ভেবে বাড়িয়েছি পা
জানি বেড়ে চলেছে সংশয়
এ পথ তবুও স্বপ্ন দেখায়
এই পথ জানা নেই পথে দিলাম পাড়ি
পথ ঠিকানা পথে আমার বাড়ি
এই পথ জানা নেই পথে দিলাম পাড়ি
Post By: FarhaN Fahidur Rahim
0 মন্তব্য(গুলি)