RECALL
যদি দেখি নীল আকাশ | Jodi Dekhi Nil Akash - Recall | Lyrics
Jodi Dekhi Nil Akash by Recall
যদি দেখি নীল আকাশ
তোমার চোখে দেখে
সাদা মেঘদল থাকি নীলিমা জুড়ে
যদি বলি তুমি ভোর
আর শুদ্ধ অনুভুতি ধরে
আমার আছো অস্তিত্ব জুড়ে
তাই দেখো ঘুম ঘুম চোখ
নীলে মিশে খুব ম্লান হোক
আমি ভিজে যাই
ভিজে যাই তোমার শ্রাবণে
তাই ডুবে যায় মন তখন
মায়াময় সে চোখ যখন
আমি মিশে যাই
মিশে যাই তোমার হাসিতে
যদি চাও তুমি তোমার সুরে
আমি গেয়ে যাবো তোমারি গান
যেন এই আমি আছি তোমার আজো
আর যত ভুল তোমার রঙ্গে গড়া অভিমান
তোমায় ভেঙ্গে গড়া
আবারো বলছি তোমায় শোনো
আমার রঙে যাও হারিয়ে
হারিয়ে যাও তুমি
Posted: Monday, May 15, 2017
যদি দেখি নীল আকাশ
তোমার চোখে দেখে
সাদা মেঘদল থাকি নীলিমা জুড়ে
যদি বলি তুমি ভোর
আর শুদ্ধ অনুভুতি ধরে
আমার আছো অস্তিত্ব জুড়ে
তাই দেখো ঘুম ঘুম চোখ
নীলে মিশে খুব ম্লান হোক
আমি ভিজে যাই
ভিজে যাই তোমার শ্রাবণে
তাই ডুবে যায় মন তখন
মায়াময় সে চোখ যখন
আমি মিশে যাই
মিশে যাই তোমার হাসিতে
যদি চাও তুমি তোমার সুরে
আমি গেয়ে যাবো তোমারি গান
যেন এই আমি আছি তোমার আজো
আর যত ভুল তোমার রঙ্গে গড়া অভিমান
তোমায় ভেঙ্গে গড়া
আবারো বলছি তোমায় শোনো
আমার রঙে যাও হারিয়ে
হারিয়ে যাও তুমি
Post By: FarhaN Fahidur Rahim
0 মন্তব্য(গুলি)