Bangla Natok Song
তুই আমি আর তোরা | Tui Ami R Tora - Rafa | Lyrics
Tune & Vocal: Raef Al Hasan - Rafa
Drama: Vitamin-T
বন্ধু পথে বন্ধু হয়ে
ছায়াপথে আলো জ্বেলে
সূর্যটাকে বাঁচিয়ে রেখে
জ্যোৎস্না গুলো রাঙিয়ে দিয়ে
কল্পলোকে অবাক বিস্ময়ে
জেগে রবো তুই আমি আর তোরা
হাসবো সাথে তুই আমি আর তোরা
শুধু তুই আমি আর তোরা
যখন রোদ পোড়াবে কঠিন
মেঘ ছায়া নামবে অঝোর বৃষ্টি
যখন অবুঝ শব্দ করবে
পুরনো সুর গান হয়ে ফেরাবে
আলো আজকে এই ঘরে
যে আবেগেই থাকি না কেনো
যে নতুন স্বপ্ন বিভোর থাকে না কেনো
কেনো জানি না একসাথে আজ
তুই আমি আর তোরা
হাসবো সাথে তুই আমি আর তোরা
শুধু তুই আমি আর তোরা
জেগে রবো তুই আমি আর তোরা
হাসবো সাথে তুই আমি আর তোরা
শুধু তুই আমি আর তোরা
Posted: Monday, May 15, 2017
Drama: Vitamin-T
বন্ধু পথে বন্ধু হয়ে
ছায়াপথে আলো জ্বেলে
সূর্যটাকে বাঁচিয়ে রেখে
জ্যোৎস্না গুলো রাঙিয়ে দিয়ে
কল্পলোকে অবাক বিস্ময়ে
জেগে রবো তুই আমি আর তোরা
হাসবো সাথে তুই আমি আর তোরা
শুধু তুই আমি আর তোরা
যখন রোদ পোড়াবে কঠিন
মেঘ ছায়া নামবে অঝোর বৃষ্টি
যখন অবুঝ শব্দ করবে
পুরনো সুর গান হয়ে ফেরাবে
আলো আজকে এই ঘরে
যে আবেগেই থাকি না কেনো
যে নতুন স্বপ্ন বিভোর থাকে না কেনো
কেনো জানি না একসাথে আজ
তুই আমি আর তোরা
হাসবো সাথে তুই আমি আর তোরা
শুধু তুই আমি আর তোরা
জেগে রবো তুই আমি আর তোরা
হাসবো সাথে তুই আমি আর তোরা
শুধু তুই আমি আর তোরা
Post By: FarhaN Fahidur Rahim
0 মন্তব্য(গুলি)