WARFAZE

তোমাকে | Tomake - Warfaze | Lyrics

#Song: Tomake
#Album: Poth Chola
#Band: Warfaze
#Lyrics-

শুধু শুধুই ভাবনা
যেতে চাইলে যাও চলে যাও
তবু কেনো এ কান্না
জানি ভালো থাকতে
শুধু বলোনা ভুলতে
চাই না বাঁচার উপদেশ
দিন এমনই কাটবে
খেয়ালের ফাঁদে

তোমাকে মনে পড়বে
যখনই জোছনা হাসে
তোমাকে মনে পড়বে
যখনই আকাশ ভেঙ্গে বর্ষা কাদেঁ

যেই মোহের বন্যায়
ভেসে যাওয়ায় ধন্য হলে
তাতে পারিনি ভাসতে অস্তিত্ব ভুলে
তাই বলো না চলতে
স্থবিরতাই সঙ্গী হলে
মন পড়েই থাকলে হতাশার খাদে
যে যায় যাবার পথে
দেয়াল হবার কোন স্বপ্ন নাই
যতই কাঁদাও আমায়
চলি একা পথে

তোমাকে মনে পড়বে
যখনই জোছনা হাসে
তোমাকে মনে পড়বে
যখনই আকাশ ভেঙ্গে বর্ষা কাদেঁ

Posted: Monday, May 15, 2017
Post By: FarhaN Fahidur Rahim

Related Song Lyrics

0 মন্তব্য(গুলি)