MiNERVA
সংবিধানের বিদায় | Shongbidhaner Biday - Minerva | Lyrics
Title: Shongbidhaner Biday
Band: Minerva
Album: Biday Shongbidhan
আমাদের আকাশে
আবারো মৃত কোন মুখের ছায়াতে
ভেসে উঠে কোন ঘৃনার সুর
যা দেখি অস্পষ্ট
ফিরে তাকাই সবাই বাঁধা পেরিয়ে
আজ সমাজ এই অন্ধকারের রুদ্ধপথে
শেষ, বিদ্বেষ হোক আমাদের এই আহ্বানে
আজ বিদায় হোক অসম সব বিধানের
না, আর না, শিকল এই সংবিধানে
সংর্ষের সংস্পর্ষে জেগে একা সে
এই অন্ধকার সমাচার এই সংবিধান
সংর্ষের সংস্পর্ষে জেগে একা সে
এই অন্ধকার মৃত্যুকুপ কে ভেঙ্গে
আজ জেগে উঠা
শিহরণে একাকী বিবেকের রুগ্নতা
মৃত দেয়ালে শুধুই ঘৃনার দাগ
ক্রমাগত মিছিলে দেখি শুন্যতা
ক্ষীণ আঁধারে শুধুই মিথ্যাচার
ক্ষীণ আঁধারে সব বাঁধা পেরিয়ে
Posted: Monday, May 15, 2017
Band: Minerva
Album: Biday Shongbidhan
আমাদের আকাশে
আবারো মৃত কোন মুখের ছায়াতে
ভেসে উঠে কোন ঘৃনার সুর
যা দেখি অস্পষ্ট
ফিরে তাকাই সবাই বাঁধা পেরিয়ে
আজ সমাজ এই অন্ধকারের রুদ্ধপথে
শেষ, বিদ্বেষ হোক আমাদের এই আহ্বানে
আজ বিদায় হোক অসম সব বিধানের
না, আর না, শিকল এই সংবিধানে
সংর্ষের সংস্পর্ষে জেগে একা সে
এই অন্ধকার সমাচার এই সংবিধান
সংর্ষের সংস্পর্ষে জেগে একা সে
এই অন্ধকার মৃত্যুকুপ কে ভেঙ্গে
আজ জেগে উঠা
শিহরণে একাকী বিবেকের রুগ্নতা
মৃত দেয়ালে শুধুই ঘৃনার দাগ
ক্রমাগত মিছিলে দেখি শুন্যতা
ক্ষীণ আঁধারে শুধুই মিথ্যাচার
ক্ষীণ আঁধারে সব বাঁধা পেরিয়ে
Post By: FarhaN Fahidur Rahim
0 মন্তব্য(গুলি)