WARFAZE

বাড়ির কাছে আরশী নগর | Barir Kache Arshi Nogor - Warfaze | Lyrics

barir pashe arshi nogor by warfaze

বাড়ির কাছে আরশী নগর
একঘর সেথা পড়শী বসত করে-
আমি একদিনও না দেখিলাম তারে
গেরাম বেড়ে অগাধ পানি
নাই কিনারা নাই তরণী পারে
বাঞ্ছা করি দেখব তারে
আমি কেমনে সেথা যাই রে
কি বলব পড়শীর কথা
হস্ত পদ স্কন্ধ মাথা নাই-রে
ক্ষণেক থাকে শূণ্যের উপর
ওসে ক্ষণেক ভাসে নীরে
পড়শী যদি আমায় ছুঁতো
যম যাতনা সকল যেতো দূরে
সে আর লালন একখানে রয়
তবু লক্ষ যোজন ফাঁক রে

Posted: Monday, May 15, 2017
Post By: FarhaN Fahidur Rahim

Related Song Lyrics

2 মন্তব্য(গুলি)