FOSSILS

নীল রঙ ছিল ভীষণ প্রিয় | Nil Rong Chilo Vishon Priyo - Fossils | Lyrics

সেদিনও ছিল দুপুর এমন
ঝকঝকে রোদ অস্থির মন
আর ঘড়ি কাঁটায় তখন প্রশ্রয়

সেদিনের মত কলেজের ক্লাস
শেষ হয়ে গেছে অবকাশ
পাওয়া গেছে ফের দেখার আকাশ
নীলচে সময়

নীল রঙ ছিল ভীষণ প্রিয়
তাই সব কিছু নীলিয়ে দিল
মনে পড়ে কি সেদিন
বলেছিলাম তোমায়
আজ নীল রং এ মিশে গেছে লাল
আজ রং চিনে নেবার আকাল
নীল বাতাসেও বে-নীল ভেজাল
ভেসে বেড়ায়

আহা হা হা...
যেতে দাও সে দিনের মত
আহা হা হা...
পেতে দাও সে দিনের ক্ষত
আহা হা হা...
নীল শরীরে তোমায় ছোঁব
আহা হা হা ...
নীল সাগরে ভাসিয়ে দেব
আহা হা হা...
যেখানে সব বেড়া ভেঙে যায়
আহা হা হা...
সেই দূর পাহাড়ের নীলিমায়

শুনি আজো সেই দূরের তলব
বন্ধ ঘরের সেই পথের ঝলক
পথের সীমায় পাথর ফলক
দেয় ডাক

ঝকঝকে রোদে কংক্রিট ভীড়
করে আসে ছায়া দেয় বাঁধে নীড়
অস্থির মন অজান্তে স্থির
বলে আজ থাক

Posted: Monday, May 15, 2017
Post By: FarhaN Fahidur Rahim

Related Song Lyrics

2 মন্তব্য(গুলি)