Adhunik Bangla
একি সাথে হেটে চলা | Eki Sathe Hete Chola - Abhijeet | Lyrics
#Song: Eki Shathe Hete Chola
#Artist: Abhijeet Bhattacharya
#Album: Chai Chai Tumi Ami
একি সাথে হেটে চলা
একা একা ফিরে আসা
চারিদিকে আলো বাতাস
কত সুখ কত বিষাদ
আমি আজও হতাশ
আঁকাবাঁকা পথ মোড়ে
থেমে থেমে এগোই
দূরেরই পাড়া ভেসে
একটু একটু ফুরই
আজও সেই নামি
ফিরে ফিরে তাকাই
চারিদিকে আলো বাতাস
কত সুখ কত বিষাদ
আমি আজও হতাশ
পাথরে পাথরে আগুন
আসবে কবে ফাগুন
দুপুরের এই রোদে পুড়ি
ঝলসা রাতে যেমন
আজও সেই নামি
পথে পথে হারাই
চারিদিকে আলো বাতাস
কত সুখ কত বিষাদ
আমি আজও হতাশ
Posted: Saturday, May 13, 2017
#Artist: Abhijeet Bhattacharya
#Album: Chai Chai Tumi Ami
একি সাথে হেটে চলা
একা একা ফিরে আসা
চারিদিকে আলো বাতাস
কত সুখ কত বিষাদ
আমি আজও হতাশ
আঁকাবাঁকা পথ মোড়ে
থেমে থেমে এগোই
দূরেরই পাড়া ভেসে
একটু একটু ফুরই
আজও সেই নামি
ফিরে ফিরে তাকাই
চারিদিকে আলো বাতাস
কত সুখ কত বিষাদ
আমি আজও হতাশ
পাথরে পাথরে আগুন
আসবে কবে ফাগুন
দুপুরের এই রোদে পুড়ি
ঝলসা রাতে যেমন
আজও সেই নামি
পথে পথে হারাই
চারিদিকে আলো বাতাস
কত সুখ কত বিষাদ
আমি আজও হতাশ
Post By: FarhaN Fahidur Rahim
0 মন্তব্য(গুলি)