Mixed Mp3 Songs
আমার আছে জল | Amra Ache Jol | Lyrics
আমার আছে জল, আমার আছে জল
সেই জল যেনো পদ্ম পুকুর
মেঘলা আকাশে মধ্য দুপুর
অচেনা এক বন বাশি সুর বিশাদে কোমল
আমার আছে জল, আমার আছে জল
আমার একা সেই কালো দিঘি
একা আমি জলে নামি
আর কেউ নেই তো কাছে ও দূরে
অন্য ভুবনে থাকো তুমি
আমার একার সেই দিঘিতে ফোটাই নীলকমল
আমার আছে জল, আমার আছে জল
ঝুম বরষা ঘন কালো মেঘে
উল্লাসে নাচি একা আমি
কেউ নেই পাশে মেঘে বৃষ্টিতে
ভিন গ্রহ বাসি আজ তুমি
আমার একার জলত সবই শুধু অশ্রুজল
আমার আছে জল, আমার আছে জল
সেই জল যেনো পদ্ম পুকুর
মেঘলা আকাশে মধ্য দুপুর
অচেনা এক বন বাশি সুর বিশাদে কোমল
আমার আছে জল, আমার আছে জল
আমার একা সেই কালো দিঘি
একা আমি জলে নামি
আর কেউ নেই তো কাছে ও দূরে
অন্য ভুবনে থাকো তুমি
আমার একার সেই দিঘিতে ফোটাই নীলকমল
আমার আছে জল, আমার আছে জল
ঝুম বরষা ঘন কালো মেঘে
উল্লাসে নাচি একা আমি
কেউ নেই পাশে মেঘে বৃষ্টিতে
ভিন গ্রহ বাসি আজ তুমি
আমার একার জলত সবই শুধু অশ্রুজল
আমার আছে জল, আমার আছে জল
Post By: FarhaN Fahidur Rahim
1 মন্তব্য(গুলি)
এ গানটি কার লেখা?
ReplyDelete