Balam
লুকোচুরি খেলো না | Lukochuri Khelo Na - Balam | Lyrics
#Song: Lukochuri
#Artist: Balam
#Album: Balam 1
#Lyrics -
এভাবে আরে ডেকোনা বাঁকা চোখে চেয়ো না
ক্ষরণ হয়ে যাবো আমায় খুঁজে পাবে না
লুকোচুরি খেলো না দিও না যাতনা
মান অভিমান ভুলে আমায় কাছে ডাকো না
প্রেম যমুনার মাতাল ডিংগায়
আমায় পার করো না
ঘুরে ঘুরে দিশেহারা
হলাম আমি দিওয়ানা
সাঁঝের আঁধার ভাংগা তোমার শীতল মায়ায়
সোহাগের শিহরণে মায়াডোরে বাঁধো না
লুকোচুরি খেলো না দিও না যাতনা
মান অভিমান ভুলে আমায় কাছে ডাকো না
প্রেম যমুনার মাতাল ডিংগায়
আমায় পার করো না
ঘুরে ঘুরে দিশেহারা
হলাম আমি দিওয়ানা
দখিনা হাওয়া দোলে এলোমেলো তোমার চুলে
বৃষ্টির অঝোর ধারায় আমায় সিক্ত করো না
লুকোচুরি খেলো না দিও না যাতনা
মান অভিমান ভুলে আমায় কাছে ডাকো না
প্রেম যমুনার মাতাল ডিংগায়
আমায় পার করো না
ঘুরে ঘুরে দিশেহারা
হলাম আমি দিওয়ানা
এভাবে... হলাম আমি দিওয়ানা
Posted: Wednesday, May 3, 2017
ক্ষরণ হয়ে যাবো আমায় খুঁজে পাবে না
লুকোচুরি খেলো না দিও না যাতনা
মান অভিমান ভুলে আমায় কাছে ডাকো না
প্রেম যমুনার মাতাল ডিংগায়
আমায় পার করো না
ঘুরে ঘুরে দিশেহারা
হলাম আমি দিওয়ানা
সাঁঝের আঁধার ভাংগা তোমার শীতল মায়ায়
সোহাগের শিহরণে মায়াডোরে বাঁধো না
লুকোচুরি খেলো না দিও না যাতনা
মান অভিমান ভুলে আমায় কাছে ডাকো না
প্রেম যমুনার মাতাল ডিংগায়
আমায় পার করো না
ঘুরে ঘুরে দিশেহারা
হলাম আমি দিওয়ানা
দখিনা হাওয়া দোলে এলোমেলো তোমার চুলে
বৃষ্টির অঝোর ধারায় আমায় সিক্ত করো না
লুকোচুরি খেলো না দিও না যাতনা
মান অভিমান ভুলে আমায় কাছে ডাকো না
প্রেম যমুনার মাতাল ডিংগায়
আমায় পার করো না
ঘুরে ঘুরে দিশেহারা
হলাম আমি দিওয়ানা
এভাবে... হলাম আমি দিওয়ানা
Post By: FarhaN Fahidur Rahim
0 মন্তব্য(গুলি)