Mixed Mp3 Songs
মন যা বলে বলুক | Mon Ja Bole Boluk - ChayaChobi | Lyrics
মন যা বলে বলুক, আমি তোমারই হবো
চোখ যা দেখে দেখুক, আমি তোমাকেই দেখবো
ওই মন যা বলে বলুক, চোখ যা দেখে দেখুক
আমি জ্বলবো পুড়বো, মরবো
চোখ যা দেখে দেখুক, আমি তোমাকেই দেখবো
ওই মন যা বলে বলুক, চোখ যা দেখে দেখুক
আমি জ্বলবো পুড়বো, মরবো
হলে এলোমেলো আমার জীবন
ছায়া দেখবে তোমারই মতোন
হলে এলোমেলো আমার জীবন
ছায়া দেখবে তোমারই মতোন
দেবে কি জ্বেলে আলো বাসবো ভালো
মন যা বলে বলুক, চোখ যা দেখে দেখুক
আমি তোমাকেই দেখবো
মন যা বলে বলুক, চোখ যা দেখে দেখুক
আমি শুধু তোমারই হবো
রাতের আঁধারকে ছুঁয়ে দিলে
এই লগনে পূর্ণিমা রাতে
রাতের আঁধারকে ছুঁয়ে দিলে
রাতের আঁধারকে ছুঁয়ে দিলে
এই লগনে পূর্ণিমা রাতে
নরম পালকে সাজাবো বাসর
নরম পালকে সাজাবো বাসর
মন যা বলে বলুক, চোখ যা দেখে দেখুক
আমি তোমাকেই দেখবো
মন যা বলে বলুক, আমি তোমারই হবো
চোখ যা দেখে দেখুক,আমি তোমাকেই দেখবো
ওই মন যা বলে বলুক, চোখ যা দেখে দেখুক
আমি জ্বলবো পুড়বো, মরবো…
Post By: FarhaN Fahidur Rahim
0 মন্তব্য(গুলি)