Mixed - Band
মোরা ঝর্নার মত চঞ্চল | Mora Jhornar Moto Chonchol - Dreek | Lyrics
মোরা ঝন্ঝার মত উদ্দাম
মোরা ঝর্নার মত চঞ্চল
মোরা বিধাতার মত নির্ভয়
মোরা প্রকৃতির মত সচ্ছল
আকাশের মত বাধাহীন
মোরা মরু সঞ্চর বেদুইন
বন্ধনহীন জন্ম স্বাধীন
চিত্ত মুক্ত শতদল
মোরা সিন্ধু জোয়ার কলকল
মোরা পাগলা ঝোরার ঝরা জল
কল কল কল ছল ছল ছল
কল কল কল ছল ছল ছল
মোরা দিল খোলা খোলা প্রান্তর
মোরা শক্তি অটল মহিধর
হাসি গান সম উচ্ছল
মোরা বৃষ্টির জল বন ফল খাই
শয্যা শ্যামল বনতল
Post By: FarhaN Fahidur Rahim
0 মন্তব্য(গুলি)