RECALL
কোন এক শ্রাবণে | Kono Ek Srabone - Recall | Lyrics
শিরোনামঃ কোন এক শ্রাবণে
ব্যান্ডঃ রিকল
অ্যালবামঃ অন্যথায়
খুব সকালে এই শহরে
হঠাৎ হঠাৎ বৃষ্টি নামে
সূর্য ঢাকে মেঘের ফাঁকে
বৃষ্টিস্নানে নগর মাতে
ঘুম ভেঙ্গে যায় হঠাৎ করে
নিদ্রা বিহীন আধাঁর ঘরে
কোন এক শ্রাবণে
হয় অমন সকাল বেলায়
আজও স্বপন জাগরনে
তোমার কথা মনে পড়ে
অন্যরকম শীহরণে
দেখো তাতে চমকে থাকে
একটু দেখাও তৃষ্ণা জাগে
কোন এক শ্রাবণে
ব্যান্ডঃ রিকল
অ্যালবামঃ অন্যথায়
খুব সকালে এই শহরে
হঠাৎ হঠাৎ বৃষ্টি নামে
সূর্য ঢাকে মেঘের ফাঁকে
বৃষ্টিস্নানে নগর মাতে
ঘুম ভেঙ্গে যায় হঠাৎ করে
নিদ্রা বিহীন আধাঁর ঘরে
কোন এক শ্রাবণে
হয় অমন সকাল বেলায়
আজও স্বপন জাগরনে
তোমার কথা মনে পড়ে
অন্যরকম শীহরণে
দেখো তাতে চমকে থাকে
একটু দেখাও তৃষ্ণা জাগে
কোন এক শ্রাবণে
Post By: FarhaN Fahidur Rahim
0 মন্তব্য(গুলি)