Mixed Mp3 Songs
তোমায় দিলাম ভুবন ডাঙার হাসি | Tomay Dilam Vubondangar Hashi - Lyrics
তোমায় দিলাম ভুবন ডাঙার হাসি
শিল্পীঃ তপু ও ন্যান্সি
সোনার মেয়ে, তোমায় দিলাম ভুবন ডাঙ্গার হাসি
তোমায় দিলেম মধ্যদিনের, টিনের চালের বৃষ্টি রাশি
আর দিলেম রৌদ্রধোয়া, সবুজ ছোঁওয়া পাতার বাঁশি
মুখে বললাম না, বললাম না ভালবাসি
সোনার মেয়ে, তোমায় দিলাম ভুবন ডাঙ্গার হাসি
হারাব হৃদয় টানে, ভালবাসার একটু মানে
ইচ্ছে করছে দুজন মিলেই খুঁজি
আবেগেই মেঘের ভেতর, পৃথিবীর সব আদর
তুমি হবে আমার ভেবেই দুচোখ বুজি
প্রজাপতি হৃদয়টাই আমাতে নেই
এ যে কি হল আমার,কোথায় আমি ভাসি
তোমাকেই, তোমায় দিলাম ভুবন ডাঙার হাসি
সোনার মেয়ে, তোমায় দিলাম ভুবন ডাঙ্গার হাসি
Posted: Monday, May 8, 2017
শিল্পীঃ তপু ও ন্যান্সি
সোনার মেয়ে, তোমায় দিলাম ভুবন ডাঙ্গার হাসি
তোমায় দিলেম মধ্যদিনের, টিনের চালের বৃষ্টি রাশি
আর দিলেম রৌদ্রধোয়া, সবুজ ছোঁওয়া পাতার বাঁশি
মুখে বললাম না, বললাম না ভালবাসি
সোনার মেয়ে, তোমায় দিলাম ভুবন ডাঙ্গার হাসি
হারাব হৃদয় টানে, ভালবাসার একটু মানে
ইচ্ছে করছে দুজন মিলেই খুঁজি
আবেগেই মেঘের ভেতর, পৃথিবীর সব আদর
তুমি হবে আমার ভেবেই দুচোখ বুজি
প্রজাপতি হৃদয়টাই আমাতে নেই
এ যে কি হল আমার,কোথায় আমি ভাসি
তোমাকেই, তোমায় দিলাম ভুবন ডাঙার হাসি
সোনার মেয়ে, তোমায় দিলাম ভুবন ডাঙ্গার হাসি
Post By: FarhaN Fahidur Rahim
0 মন্তব্য(গুলি)