Yaatri Band
ভুলে যাও | Bhule Jao - Yaatri | Lyrics
Song : Vhule Jao
Album : Yaatri (2017)
Band : Yaatri
একা বসে এখনো সে আড়ালে
কাঁদছে তোমায় ভেবে
ভাবতে ভালো লাগে
জীবন তোমার
জড়িয়ে তার স্রিতিতে
আদো কি ভাবছে তোমায়
সে একই ভাবে?
যন্ত্রনাতে পুরছে মন
এভাবে আর কতক্ষন
কল্পনাতে ছেড়ে তাকে
গল্পটা সাজাও এখন
যদি ভাবো
সে এখনো ভাবে তোমাকে
ভুল হবে তা, ভুলে যাওনা তাকে
মন মানেনা
হয়ত স্বপ্ন এইটা
হয়তো হয়নি কিছু
এখনি জেগে উঠা
ছেড়ে যাওয়া
নয়তো এত সহজ
মুহূর্তে ছিলে পাশে
মুহূর্তে নেই কোন খোঁজ
যন্ত্রনাতে পুরছে মন
এভাবে আর কতক্ষন
কল্পনাতে ছেড়ে তাকে
গল্পটা সাজাও এখন
যদি ভাবো
সে এখনো ভাবে তোমাকে
ভুল হবে তা, ভুলে যাওনা তাকে
Post By: FarhaN Fahidur Rahim
0 মন্তব্য(গুলি)