Yaatri Band
একটা দিন নিয়ম ছাড়া | Ekta Din Niyom Chara - Yaatri | Lyrics
Song : Ektadin Niyom Chara
Album : Yaatri (2017)
Band : Yaatri
হটাৎ মনে হল
দিনটা আজ এমন কেনো
সচ্ছ রোদ আর নীল আকাশটা কি
সংকেত কোন?
নিয়মিত যা কিছুতেই ভালোলাগছে না
শুধু তোমার কথা
থেমে থেমে ভেবে যাই
একটা দিন নিয়ম ছাড়া
অযথা ছোটা অকারন থামা
চাপা কথাটা তোমাকে বলা
শহুরে কোলাহল
সুর হয়ে কানে আসে
অগোছালো পথ সব
তোমার ঠিকানাতে গিয়ে মিশে
তুমিও আকাশ দেখো
কিছু সময় নিজের করে রেখো
আজকে এমন কেন
বলবো শুধু তোমায়
একটা দিন নিয়ম ছাড়া
অযথা ছোটা অকারন থামা
চাপা কথাটা তোমাকে বলা
Post By: FarhaN Fahidur Rahim
0 মন্তব্য(গুলি)