Mixed Mp3 Songs
অস্রুজল | Oshrujol - Tahsan Ft. Jon Topu | Lyrics
যাকে এতটা ভালবেসেছি
সে কেন দূরে সরে যায়
যাকে এতটা কাছে চেয়েছি
সে কেন হারায় অজানায়
আজানায়, অজানায়
তোমার জন্য কেঁদে কেঁদে
আজশেষ হয়েছে আমার অশ্রুজল
জানি কখনো বুঝবে না
বুঝতেও পারোনি আগেও
কখনো এই আমায়, এই আমায়
যার জন্য অস্থিরতা
বসে আছে সে নিরাবতায়
যার তরে এই চোখের জল নামে
মনে যেন শোকেরই আনল
তোমার জন্য কেঁদে কেঁদে আজ
শেষ হয়েছে আমার অশ্রুজল
জানি কখনো বুঝবে না
বুঝতেও পারোনিআগেও কখনো
এই আমায়, এই আমায়
Posted: Monday, June 19, 2017
সে কেন দূরে সরে যায়
যাকে এতটা কাছে চেয়েছি
সে কেন হারায় অজানায়
আজানায়, অজানায়
তোমার জন্য কেঁদে কেঁদে
আজশেষ হয়েছে আমার অশ্রুজল
জানি কখনো বুঝবে না
বুঝতেও পারোনি আগেও
কখনো এই আমায়, এই আমায়
যার জন্য অস্থিরতা
বসে আছে সে নিরাবতায়
যার তরে এই চোখের জল নামে
মনে যেন শোকেরই আনল
তোমার জন্য কেঁদে কেঁদে আজ
শেষ হয়েছে আমার অশ্রুজল
জানি কখনো বুঝবে না
বুঝতেও পারোনিআগেও কখনো
এই আমায়, এই আমায়
Post By: FarhaN Fahidur Rahim
0 মন্তব্য(গুলি)