Yaatri Band
অপেক্ষা | Opekkha - Yaatri | Lyrics
Song : Opekkha
Album : Yaatri (2017)
Band : Yaatri
চুপচাপ দু'জন বসে আছি আজ
নিসশাস আর
শুধু বাতাসে আওয়াজ
গৌধুলি রোদ
থেমে থেমে দেয় ফাঁকি
যেতে হবে আর কিছু সময় বাকি
কি বুঝাবো তোমাকে
কি বলে নেব বিদায়
একটা দু'মুঠো স্বপ্ন দেবো
তুমি আগলে রেখো
ভুল করেও পথ হারালে
অপেক্ষাতে থেকো
খুব সহজে দিন ফুরাবে
দুয়ার খোলা রেখো
চুপিসারে চমকে দেবো
বলছি ঠিকই রেখো
বলছো, সব ঠিক আছে তুমি যাও
মৃদু হেসে জানি দুঃখটা লুকাও
এ অভিনয় আগেও ছিল ভালোবাসা
শান্ত দু'জন
শুধু এ মন কেঁদে যায়
Post By: FarhaN Fahidur Rahim
0 মন্তব্য(গুলি)