Mixed - Band

নাম ছাড়া গান | Naam Chara Gaan - Poraho | Lyrics

#Song: Naam Chara Gaan
#Band: Poraho
#Lyrics-

চেয়ে দেখো আমায় পাবে তুমি
কল্পনাতে বিভোর একা আমি
কখনো কি ভেবে দেখেছো কি
বলছি আজ তোমায়

আমি তোমার জন্য পথ হারাবো
তুমি জোছনা
আমি তোমার জন্য রং ছড়াবো
বর্ণহীন মায়ায়

ভুলেছো মুছেছো আমার যতো স্মৃতি
বুঝোনি কখনো আমার অনুভূতি
চাইলেও আবার না পেতে পারো
যাবো বহুদূরে
তবু এই মন বলতে চায়

আমি তোমার জন্য পথ হারাবো
তুমি জোছনা
আমি তোমার জন্য রং ছড়াবো
বর্ণহীন মায়ায়

Posted: Wednesday, June 28, 2017
Post By: FarhaN Fahidur Rahim

Related Song Lyrics

0 মন্তব্য(গুলি)