Rock 303 Album

হারানো অনুভূতিগুলো | Harano Onuvutigulo - Bhoutist | Lyrics

Title: Harano Onuvutigulo
Band: Bhoutist
Album: Rock 303

Lyrics-

আজ আমার স্মৃতি গুলো
আমি পড়তে জানি না
মূর্হুত গুলো বোঝাতে পারি না
ভালোবেসে হাতটি ধরে
ইছে করে বলতে তোমায়
আঘাতের ভিড়ে র্স্পশগুলো আমায়
ছুতে পারে না

আমি যাচ্ছি চলে আকাশের কাছে
আধাঁর হয়ে থাকবো জোছনার পাশে
আমি হাটছি হারানো স্মৃতির খোঁজে
অনূভুতি গুলো একটু ছুঁয়ে দিতে

চোখের পানি আজ কান্নায় ঝরে না
কষ্টগুলো আর ভাবাতে পারে না
দিবে কি তুমি ছুঁয়ে আমায়
মূর্হুতে একটু ভালোবাসায়
যদি আসত কান্না স্থির যে চোখে
আবেগ ধরে না

আমি যাচ্ছি চলে আকাশের কাছে
আধাঁর হয়ে থাকব জোছনার পাশে
আমি হাটছি হারানো স্মৃতির খোঁজে
অনূভুতি গুলো একটু ছুঁয়ে দিতে

সহজ আমি সরল মনে বাঁচতে চেয়েছি
আশার আলোয় জলেপুড়ে ছারখার হয়েছি
আমার সত্তা ভেঙ্গে টুকরে একদম একাকার
অশরীরীই মত আমি মানুষ নই যে আর
আমি কে....

Posted: Wednesday, June 28, 2017
Post By: FarhaN Fahidur Rahim

Related Song Lyrics

0 মন্তব্য(গুলি)