Paper Rhyme

কোন এক বিকেলে | Kono Ek Bikele - Paper Rhyme | Lyrics

Title: Kono Ek Bikele
Album: Paper Rhyme
Band: Paper Rhyme
Lyrics-

প্রতিদিন তুমি আছো আমার নিঃসঙ্গতা জুড়ে
খেয়ালী বাতাসে তুমি ছুঁয়ে যাও আমাকে
কান পেতে শুনি কল্পনায় আসছো চুপিসারে
ছুটে যাই শুধু খুঁজে পাই আমি একা আঁধারে

মনে করো কোন এক বিকেলে
জীবনের পথে থমকে গেলে
থেমে যায় সব অস্থিরতা
আধো আলোয় তুমি একা
যদি কখনও বলতে পারো
অনুভূতিটুকু সত্যি ছিলো
হাত বাড়ালেই অন্ধকারে
ধরে নেবো আমি পূর্ণ বিশ্বাসে

সময়ের পথে থমকে যাওয়া
দিনগুলো হারিয়ে যায়
এই অপেক্ষা আমার
শুধু অপেক্ষায় তোমার
দিনগুলো বলতে পারো
কেনো বদলে যায়?
অগোছালো তোমার বিহনে

মনে করো কোন এক বিকেলে
জীবনের পথে থমকে গেলে
থেমে যায় সব অস্থিরতা
আধো আলোয় তুমি একা
যদি কখনও বলতে পারো
অনুভূতিটুকু সত্যি ছিল
হাত বাড়ালেই অন্ধকারে
ধরে নেবো আমি পূর্ণ বিশ্বাসে

Posted: Friday, June 30, 2017
Post By: FarhaN Fahidur Rahim

Related Song Lyrics

0 মন্তব্য(গুলি)